
ভারতে মুসলিমদের বয়কটের ডাক ও বোরকা বিতর্ক
ভারতে মুসলিমদের বয়কটের ডাক ও বোরকা বিতর্কদুর্গা পূজার মন্ডপে প্রকাশ্যে মুসলমানদের বয়কট করবার ঘোষণা দিলেন। মসজিদের পাশে এসে উসকানিমূলক স্লোগান দিচ্ছে হিন্দুজোট। তাদের পরিষ্কার দাবি, ভারত মাতার জয় না বললে, ভারতে তাদের জায়গা হবে না? এদিকে ভারতের একটি স্কুলে অভিভাবকদের সমাবেশে মুসলিম মহিলাদের বোরকা খুলে ফেলতে বলা হচ্ছে। অন্যাথায় তাদের সন্তানদের রিপোর্ট কার্ড জারি করা হবে না।
প্রথমে জানায়, মুসলমানদের বয়কট প্রসঙ্গে। ভারতে শারদীয় দুর্গা পূজার মণ্ডপে প্রকাশ্যে মুসলমানদের বয়কট করবার ডাক দিচ্ছেন। এমনই এটি ভিডিও শেয়ার করে The Muslim নামক x handle। সেই ভিডিও নানা মুসরমানদের বিপক্ষে নানা রকম মন্তব্য করতে দেখা যাচ্ছে।
ভিডিওতে একজন বলছেন, আমাদেরকে মুসলমানদের বয়কট করতে হবে। আমরা অনেকই মুসলমানদের দোকানে জিনিসপত্র ক্রয় করে থাকি। আপনাদের কাছে অনুরোধ আপনারা কেউ মুসলমানদের দোকান থেকে কিছু কিনবেন না।
কুষ্টিয়ায় ৩৮ মন্দিরে অসুরের মুখে দাড়ি!

আপনি যদি তাদের থেকে পণ্য কিনেন তাহলে তারা লাভবান হবে। তাদের পরিবার আগে যাবে। তাদের ধর্ম আরো বড় হবে। তাই এবার থেকে তাদের কে বয়কট করুন। হিন্দুদের দোকান থেকে পণ্য কিনুন তাহলে আমাদের জনগণ আরো আগে যাবে। আমাদের জনসংখ্যা বাড়বে। আমাদের অস্তিত্ব মজবুত হবে। এছাড়াও তিনি নানা রকম মন্তব্য করেছেন। যা ভারত জুড়ে সমালোচনার ঝড় বইছে।
তার সিম্পল হিসাব, মুসলমানদের ভারতে থাকতে দিবে না। এবিষয়ে অনেকে বলছেন, এভাবে প্রকাশ্যে মুসলমানদের বয়কট করবার ডাক ভারতের ধর্মীয় সম্প্রতি নষ্ট করতে পারে? তাই এসব বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে পদক্ষেপ নেওয়া উচিত।
এমনই আর এক ঘটনা ঘটেছে হুবলি, কর্ণাটক ভারতে। সোসিয়াল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, মসজিদের সামনে ইচ্ছেকৃত ভাবে হিন্দু শিশুদের দিয়ে বিভিন্ন মুসলিম বিরোধী স্লোগান দিচ্ছে। স্লোগানে বলছে, বন্দে মাতরম গাইতে হবে। নাহলে তাদের চলে যেতে হবে।

অর্থাৎ ভারত মাথার জয় , যারা বলবে না তাদের কে, ভারত ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য একটি খোলা হুমকি। প্রথমত সবাই জানে, কোন কোন সম্প্রদায়ের মানুষ ভারতে মাথার জয় বলে না, সাথে মসজিদের সামনে এসে ইচ্ছেকৃত ভাবে স্লোগান দেওয়া এটিই প্রমাণ করে। মুসলমানদের প্রকাশ্যে ভারতে ছেড়ে চলে যেতে বলা হচ্ছে।
এখন কথা হলো, ভারতের অন্য ধর্মের মানুষ ভারত মাতাকি জয় বললেও কেন মুসলমানদের অসুবিধা। আসলে মুসলিমেরা এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না। সে যে বা যাই হোক না কেন? হিন্দুরা ভারতে মাতাকে একজন দেবী হিসেবে দেখে। এবং তার পায়ের নিচে মাথা নত করে।
এমন নানা কারণে, মুসলিমেরা ভারত মাতাকি জয় বলে না। এই কারণে অনেকে আবার ভারতের মুসলমানদের ওপর নানা ট্যাগ জুড়ে দেন। অনেকে বলেন, তারা কোনোদিন ভারতের ভালোবাসে না। তারা পাকিস্তানের ভালোবাসে।

কিন্তু অনেক মুসলিম বলেন, আমরা ভারতের জয় বলবো। ভারত জিন্দাবাদ বলবো কিন্তু ভারত মাতার জয় বলবো না? আমরা কোনো দেবী জয় বলবো না। আমরা একমাত্র আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করি না। ভারতে মুসলিমদের বয়কটের ডাক ও বোরকা বিতর্ক
এবার আসি, বোরখা সম্পর্কে। ভারতে উত্তরপ্রদেশের কানপুরের একটি স্কুলে অভিভাবক সমাবেশে, মুসলিম নারী অভিভাবকদের বোরখা খুলে ফেলার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। এমনকি হুমকি দেওয়া হয়, বোরকা না খুললে তাদের সন্তানদের রিপোর্ট কার্ড জারি করা হবে না।
তারা বলেন, বোরখা খুলে ফেলবো কেন? আমাদের কি অধিকার নেই, আমাদের নিজের মনের মতন পোশাক পরা। তখন স্কুল কর্তৃপক্ষ বলে, ওপর থেকে নিষেধাজ্ঞা আছে, বোরখা পরে স্কুলে প্রবেশ করতে দেওয়া হবেনা। তখন ওই মুসলিম পরিবার বলে, তাহলে সেই নোটিশ আমাদের দেখান। কিন্তু তারা তাও দেখায় না। অর্থাৎ স্কুলের প্রধান শিক্ষকের ইচ্ছায়, এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

লোকাল এক সাংবাদিক, ওই মুসলিম পরিবারের থেকে এ-সব তথ্য সংগ্রহ করেন। তিনি স্কুলের প্রধান শিক্ষকের কাছে গিয়ে এসম্পর্কে প্রতিবাদ জানায়। তিনি বলেন শিক্ষার্থীদের অভিভাবকেরা কি পোশাক পরিধান করবে, সেটা কি আপনি ঠিক করে দেবেন। তখন ওই শিক্ষক কে নিরব ভুমিকা পালন করতে দেখা যায়। তাছাড়াও তিনি নানা প্রতিবাদ করেন।
এবিষয়ে অনেকে বলছে, এদের বোরখা দেখলে কেন এত রাগ হয়। কেন একটি পোশাকের ওপর তাদের এত রাগ। এবিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জিজ্ঞেসা করা হলে তারা বলেন,এবিষয় মটি আমাদের নজরে এসেছে। আমরা দ্রুত পদক্ষেপ নিবো।
তাদের কে জিজ্ঞেসা করা হয়, ওপর থেকে কি কোনো রকম বোরখা নিষিদ্ধ করা আছে? তখন তারা বলেন, এমন কোনো নিষেধাজ্ঞা নেই বা ছিলো। এমন যদি কেউ বলে থাকে তাহলে সেটি মনগড়া। কিন্তু এবিষয়টি নিয়ে স্থানীয় মুসলমানদের মধ্যে আতঙ্ক কাজ করছে। তারা চাই ভারতে শান্তিতে বসবাস করতে।
Muslim Observer 24 – মুসলিমের কথা বলে।ভারতে মুসলিমদের বয়কটের ডাক ও বোরকা বিতর্ক